Posts

Showing posts from October, 2020

PRAMILA

Image
  প্রমীলা  (PRAMILA)   প্রমীলা চাই , সুলোচনা প্রমীলা চাই | এদেশে সীতা চাইনা , রাধা চাইনা , দ্রৌপদী চাইনা সুলোচনা প্রমীলা চাই |   রণ কৌশলে যার মুগ্ধ হয় পুরন্দরজয়ী ,   থর থর কাঁপে মেদিনী যার পদধ্বনি শুনে ,   রামচন্দ্রকে করেন যিনি যুদ্ধে আহ্বান ,   দেবলোক ভীত যার বীরত্বের গুণে ,   সেই নাগকন্যা যিনি সিদ্ধান্তে অটল , রাবণও অবনত যাঁর বীরগাথা শুনে |     সীতা হলে হবে তার অমর্যাদা আরও ,   মাটিতে মিশতে হবে বারে বার তাকে | রাধা হয়ে গঞ্জনা সইবে অবিরত ,   দুষবে জগৎ তার প্রেমমহিমাকে |   দ্রৌপদী হলে তাকে বাজী রাখবে পতি , পুরুষের বল তার রাখবে অঙ্গীকার |   পরবলে বলীয়ান বলবে সর্বদা ,   পুরুষের দমে ভরে নিজ অহংকার |       তাইতো রমণী লতা পুরুষ বৃক্ষ –   সমাজে দুই জনের হয় এই তুল্যমান ! শক্তের ভক্ত হয় সমাজ সর্বদা ;   মন্দিরে পূজিতা নারীর গৃহে অপমান !   দয়া বা করুনা গুণ শুধু তার সাজে   যার আছে সমাজে নিজস্ব ক্ষমতা ;   দেবীর মহত্ব কে বা বুঝেছে সমাজে ?   স্বর্গের পূজিতা লক্ষ্মী মর্তে নিগৃহীতা !